পানি উন্নয়ন বোর্ডে নতুন মহাপরিচালক
প্রকৌশলী আবদুর রব মিয়া বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে মহাপরিচালক পদে যোগদান করেছেন। বর্তমান পদে যোগদানের আগে তিনি বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পশ্চিম রিজিয়ন) পদে কর্মরত ছিলেন। এর আগে তিনি অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) এবং প্রধান প্রকৌশলীসহ বোর্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
তিনি ১৯৭৬ সালে চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং কলেজ (বর্তমানে চুয়েট) থেকে পুরকৌশল বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। আবদুর রব মিয়া থাইল্যান্ড, সিঙ্গাপুর, ফিলিপাইন ও ভিয়েতনামসহ দেশ-বিদেশে পানি সম্পদ উন্নয়ন বিষয়ক বিভিন্ন সভা, সেমিনার ও প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। তিনি ১৯৫৫ সালে কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার চৌধুরীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
এআরএস/এমএস