ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সাড়ে চার হাজার প্রবাসী বাংলাদেশি আটক রয়েছে

প্রকাশিত: ০২:৫২ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৫

অবৈধভাবে বসবাস করার অভিযোগে এ পর্যন্ত ৪ হাজার ৫৭৭ জন প্রবাসী বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে আটক রয়েছে বলে জানিয়েছেন প্রাবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। মঙ্গলবার সংসদে সরকারি দলের সদস্য ফরহাদ হোসেনের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, মালয়েশিয়ায় ২ হাজার ১৩১ জন, সৌদি আরবে ৪৬৭ জন, সংযুক্ত আরব আমিরাতে ১ হাজার ৫১ জন, কুয়েতে ৭৫ জন, বাহরাইনে ১৩ জন, ইরাকে ১২০ জন, দক্ষিণ কোরিয়ার ৫ জন, তুরস্কে ১৪ জন, লেবাননে ১০৪ জন, জাপানে ১৩ জন, মালদ্বীপে ৪০ জন, ওমানে ৫০১ জন, মিশরে ২০ জন, ইরানে ১৭ জন এবং বুলগেরিয়ায় ৬ জন বাংলাদেশি গ্রেফতার হয়েছেন।

তিনি বলেন, আটক এসব কর্মীদের আইনগত সহায়তা প্রদানের মাধ্যমে মুক্ত করে দেশে ফেরত আনা হচ্ছে।

এছাড়া পাসপোর্ট জটিলতা সংক্রান্ত কর্মীদের আউট পাস প্রদানের মাধ্যমে দেশে ফেরত আনা হবে বলেও জানান মন্ত্রী।

আরএস/পিআর