ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ধর্ষণের ঘটনা ক্রমবর্ধমানহারে বৃদ্ধি পাচ্ছে

প্রকাশিত: ০৮:৪৬ এএম, ০৫ আগস্ট ২০১৪

সারাদেশে নারী নির্যাতনসহ ধর্ষণের ঘটনা ক্রমবর্ধমানহারে বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আয়শা খানম। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ‘বর্তমান জাতীয় পরিস্থিতি ও বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির বক্তব্য’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে তিনি  এ কথা বলেন।

আয়শা খানম বলেন, বাংলাদেশ মহিলা পরিষদের তথ্যসূত্র অনুসারে ২০১৪ সালের প্রথম ছয় মাসে ধর্ষণের ঘটনা ৩০৪টি, গণধর্ষণ ৮২টি, ধর্ষণের পরে হত্যা ৪৫টি, যৌতুকের কারণে হত্যা ১২৭ টি, যৌতুকের কারণে নির্যাতন ৯০টি, আত্মহত্যা ৮০টি।

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে সংঘটিত একাধিক ঘটনাবলী সাধারণ জনগণের মনে গভীর উদ্বেগ ও শঙ্কার সঞ্চার করেছে। বিশেষ করে রাজনৈতিক নেতাকর্মী ও মানবাধিকারকর্মীদের গুম, হত্যা, অপহরণ, নির্যাতনসহ বিভিন্ন মানবাধিকার লংঘনের ঘটনায় সকলেই উদ্বিগ্ন। যা জনগনের উপর রাষ্ট্রীয় সন্ত্রাসের নামান্তর।

সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু, কার্যনির্বাহী সদস্য কাজী সুফিয়া আক্তার শিউলি ছাড়াও আরও অনেকে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।