২৬টি দ্বিপাক্ষিক চুক্তি ও সমঝোতা স্মারক সই
বাংলাদেশ ও চীনের মধ্যে ২৬টি দ্বিপাক্ষিক চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিপরিষদের সদস্য ও সচিবদের উপস্থিতিতে এসব চুক্তি স্বাক্ষর হয়। এসময় ৬টি প্রকল্পের উদ্বোধন করা হয়।
জানা গেছে, চুক্তিগুলো দু’দেশের অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ, বিদ্যুৎ ও জ্বালানী, তথ্য যোযোগাযোগ প্রযুক্তি, ভৌত অবকাঠামো সড়ক-সেতু, রেল যোগাযোগ ও জলপথে যোগাযোগ, কৃষি, সমুদ্র-সম্পদ, দুর্যোগ মোকাবেলা এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক।
এর আগে শুক্রবার সকাল পৌনে ১২টায় ২২ ঘণ্টার রাষ্ট্রীয় সফরে চীনের প্রেসিডেন্ট ঢাকায় আসেন। দুপুর পৌনে ৩টায় দ্বিপাক্ষিক বৈঠক ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত হতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান শি জিনপিং।
এআর/জেএইচ/পিআর