ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বড় প্রকল্পগুলোতে সহায়তা বাড়াবে চীন : শি জিনপিং

প্রকাশিত: ১০:৫১ এএম, ১৪ অক্টোবর ২০১৬

বাংলাদেশের বড় প্রকল্পগুলোতে সহায়তার পরিমাণ বাড়ানো হবে বলে জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। একইসঙ্গে পারস্পরিক রাজনৈতিক আস্থার সম্পর্ক আরো মজবুত করতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে দ্বিপাক্ষিক বৈঠক ও চুক্তি স্বাক্ষর শেষে তিনি এসব কথা বলেন।
 
চীনের প্রেসিডেন্ট বলেন, ৪১ বছরের কূটনৈতিক সম্পর্কের ইতিহাসে বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব সব সময়ই সামনের দিকে এগিয়েছে। দুই দেশের সহযোগিতার এই সম্পর্ককে আমরা আরো উঁচুতে নিয়ে যেতে চাই। কারণ বাংলাদেশকে দক্ষিণ এশিয়া ও ভারত মহাসাগরীয় অঞ্চেলের গুরুত্বপূর্ণ অংশীদার।
 
শি জিনপিং বলেন, রাষ্ট্রের সমৃদ্ধির জন্য বাংলাদেশ ও চীন উন্নয়নের একই চ্যালেঞ্জের পথে হাঁটতে হচ্ছে। চীনের মানুষ এক মহৎ রূপান্তরের জন্য কাজ করছে। আর বাংলাদেশ কাজ করছে সোনার বাংলা গড়তে।

এর আগে বাংলাদেশ ও চীনের মধ্যে ২৬টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। এর মধ্যে ৬টি প্রকল্পের যৌথভাবে উদ্বোধন করেন চীনের রাষ্ট্রপতি।

এমএ/আরএস/এমএস

আরও পড়ুন