আদিবাসীদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন করার আহ্বান
অধিকার আদায়ে আদিবাসীদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)। মঙ্গলবার দুপুরে রাজধানীর সুন্দরবন হোটেলে আদিবাসী ফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ আহবানের কথা বলেন।
সন্তু লারমা বলেন, স্বাধীনতার ৪৩ বছর পরেও এখনো এদেশে কোনো গণমুখী সরকার প্রতিষ্ঠা হয়নি। এ কারণে আমাদের আদিবাসীদের অধিকার ও দাবি আদায়ে এখনো আন্দোলন করতে হচ্ছে।
এর আগে আগামী ৯ আগস্ট বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা করা হয় ফোরামের এ সংবাদ সম্মেলনে।
এতে লিখিত বক্তব্যে সন্তু লারমা সংবিধান সংশোধনীর মাধ্যমে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির পাশাপাশি সংসদের উত্থাপিত তিন পার্বত্য জেলা পরিষদ বিল-২০১৪ প্রত্যাহার এবং সদ্য পাশ হওয়া পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আইন-২০১৪ বাতিল ও বিলুপ্তির দাবি জানান।
আদিবাসী ফোরামের নেতারা বাংলাদেশে বিশ্ব আদিবাসী দিবস জাতীয়ভাবে পালনের আহ্বান জানিয়ে এদেশে আদিবাসীদের ভূমি ও সামাজিক অধিকার বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং ও ঐক্য ন্যাপের আহ্বায়ক পঙ্কজ ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন।