ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সিঙ্গাপুর গেলেন স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ১০:৫৭ এএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৫

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম ‘ইউনিভার্সাল হেলথ কভারেজ: দ্যা পোস্ট-২০১৫ চ্যালেঞ্জ’  শীর্ষক মন্ত্রী পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে সিঙ্গাপুর গেয়েছেন। সোমবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি।

জানা গেছে, দু’দিন ব্যাপী এই সম্মেলন মঙ্গলবার থেকে শুরু হবে। সিঙ্গাপুরের গ্র্যান্ড ক্যাপথর্ন ওয়াটারফ্রন্ট-এ অনুষ্ঠিতব্য এই সম্মেলন উদ্বোধন করবেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিন লুং। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক মার্গারেট চ্যান উদ্বোধনী অধিবেশনে মূল প্রবন্ধ পাঠ করবেন।

সম্মেলনে ফিনল্যান্ড, চীন, জাপান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, ব্রুনাই, সৌদি আরব, ভিয়েতনাম, থাইল্যান্ড, হংকং, মায়নমার-এর মন্ত্রীসহ স্বাস্থ্য ব্যবস্থাপনা বিশেষজ্ঞ এবং চিকিৎসকগণ অংশ নিবেন।
 
স্বাস্থ্যমন্ত্রী সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশের মন্ত্রীদের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। এছাড়াও তিনি সিঙ্গাপুরের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান ও হাসপাতাল পরিদর্শন করবেন।
 
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম আগামী ১৬  ফেব্রুয়ারি দেশে ফিরবেন।

এসএ/আরএস/পিআর