আজিমপুর কবরস্থানের ভেতর আধুনিক মসজিদ নির্মাণ শুরু
রাজধানীর আজিমপুর পুরাতন কবরস্থানের ভেতরে একটি আধুনিক ও উন্নতমানের মসজিদ নির্মাণের কাজ শুরু হয়েছে। চলতি বছরের সেপ্টেম্বরে কবরস্থানের আজিমপুর অংশের দক্ষিণ-র্পূব দিকে ড্রেজার মেশিন দিয়ে মাটি কাটা ও ফাউন্ডেশন পিলার তৈরির কাজ শুরু হয়। বুধবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, টিনের বেড়া দিয়ে ঘেরাও করে ভেতরে শ্রমিকরা রড কাটা ও বাঁধাইয়ের কাজ করছেন।
আজিমপুর কবরস্থানের সিনিয়র মোহরার মিজানুর রহমান জাগো নিউজকে জানান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাইদ খোকন গত ৬ সেপ্টেম্বর মসজিদ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন। মসজিদটির ফাউন্ডেশন সাততলা হলেও আপাতত দোতলার কাজ সম্পন্ন করা হবে।
তিনি বলেন- প্রতিদিন কবরস্থানে বাবা, মা, ভাই, বোন, দাদা, দাদিসহ বিভিন্ন আত্মীয়-স্বজনের কবর জিয়ারত করতে আসেন বহু মানুষ। আযানের সময় হলে তারা বর্তমানে কবরস্থানে যে মসজিদটি রয়েছে সেটিতেই নামাজ আদায় করেন।
শুক্রবারসহ যেদিন বেশি মানুষ আসে সেদিন মসজিদে জায়গা হয় না। দোতলা নতুন মসজিদটি নির্মিত হলে এ সমস্যা দূর হবে বলে মন্তব্য করেন তিনি।
এমইউ/জেডএ/এবিএস