ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

পুলিশি বাধার মুখে তোবা শ্রমিকরা

প্রকাশিত: ০৬:১৫ এএম, ০৫ আগস্ট ২০১৪

তোবা গ্রুপের শ্রমিকদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিজিএমইএ ভবন ঘেরাও করতে গেলে মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে পুলিশের বাধার মুখে পরেন তারা। এই সময় তারা ভবনের মূল ফটকে পুলিশের ব্যারিকেড ভেঙে ভেতরে প্রবেশ করতে গেলে পুলিশ লাঠিচার্জ করে।

এর আগেই বিশৃঙ্খলা এড়াতে বিজিএমই’র সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। মঙ্গলবার সকাল থেকেই ভবনের আশপাশে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার ব্যাবস্থা জোর করা হয়েছে।

এদিকে তোবা গ্রুপ শ্রমিক সংগ্রাম কমিটির সমন্বয়ক মোশরেফা মীশু বলেছেন, আমাদের অনশন অব্যাহত থাকবে। আমরা বাধ্য হয়েই অনশনে থাকবো।

এর আগে সোমবার বিজিএমই ঘেরাওয়ের ঘোষণা দেন শ্রমিক নেতারা। বিজিএমইএ ভবন ঘেরাও কর্মসূচিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), গণতান্ত্রিক বাম মোর্চা, ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা রয়েছেন। সেখানে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট, গার্মেন্টস শ্রমিক সংহতি, গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশন, শ্রমিক আন্দোলন, গার্মেন্টস শ্রমিক সভা, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতিসহ বিভিন্ন সংগঠন রয়েছে।