ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

গণতান্ত্রিক উপায়েই ক্ষমতায় যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৬:১৯ এএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৫

ক্ষমতায় যেতে হলে গণতান্ত্রিক উপায়েই যেতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয় পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় ছিল, হয়তো আবার ক্ষমতায় যাবে। কিন্তু তা জনগণের পোড়া লাশের ওপর পাড়া দিয়ে কেন? এতে উনি কী পাবেন আমি জানি না। আল্লাহ তাদের সুমতি দিক-ছেলেমেয়েরা যাতে ভালোভাবে পরীক্ষা দিতে পারে, তারা যেন সেই পদক্ষেপ নেয়।

গত এক মাসের অবরোধে গাড়িতে পেট্রোল বোমায় দগ্ধ হয়ে অর্ধশত মানুষের মৃত্যুতে বিএনপি-জামায়াত জোটের কী অর্জন হয়েছে তা নিয়েও প্রশ্ন করেছেন তিনি। খালেদা জিয়ার মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলে শেখ হাসিনা বলেন, বিরোধী নেত্রী মনে হয় উন্মাদ হয়ে গেছেন। তা না হলে বাড়ি ছেড়ে অফিসে বসে কী আন্দোলন ঘটাচ্ছেন?

গত ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনের বর্ষপূর্তিতে পুলিশি বাধায় কর্মসূচি পালনে ব্যর্থ হয়ে সারা দেশে লাগাতার অবরোধের ঘোষণা দেন খালেদা জিয়া। মাঝে মালয়েশিয়ায় ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যু হলেও কর্মসূচি থেকে সরে আসেননি বিএনপি নেত্রী। অবরোধের মধ্যেই ফাঁকে ফাঁকে হরতালের ঘোষণা আসছে বিএনপি-জামায়াত জোটের পক্ষ থেকে।

হরতাল-অবরোধে প্রতিদিনই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গাড়িতে অগ্নিসংযোগ, পেট্রোল বোমা নিক্ষেপ ও বোমাবাজির ঘটনা ঘটছে। অবরোধকারীদের পেট্রোল বোমায় দগ্ধ হয়ে এরইমধ্যে ৫০ জনের মৃত্যু হয়েছে।

এএইচ/আরআইপি