ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

খাদিজার শারীরিক অবস্থা জানা যাবে আজ

প্রকাশিত: ০৪:০০ এএম, ০৮ অক্টোবর ২০১৬

রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রলীগ নেতার হামলার শিকার সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের শারীরিক অবস্থা সম্পর্কে আজ শনিবার মতামত দেবেন চিকিৎসকরা।

হাসপাতালের ইন্টারনাল মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার বিভাগের অধ্যাপক ডা. মীর্জা নাজিমউদ্দিন জাগো নিউজকে বলেন, লাইফ সাপোর্টে থাকা খাদিজার মাথায় মঙ্গলবার অস্ত্রোপচার করা হয়। খাদিজার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে আজ শনিবার বেলা ১২টায় আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে জানানো হবে। ওই সময় পর্যন্ত সবাইকে অপেক্ষায় থাকতে হবে।’

খাদিজাকে বাঁচিয়ে রাখার আপ্রাণ প্রচেষ্টা চালাচ্ছেন চিকিৎসকরা।  টানা ৭২ ঘণ্টা লাইফ সাপোর্টে থাকা খাদিজা বেগম নার্গিসের এখনো জ্ঞান ফেরেনি। তার অবস্থা স্থিতিশীল রয়েছে।

এদিকে, খাদিজার সুস্থতার জন্য অপেক্ষার প্রহর গুনছেন তার স্বজনরা। খাদিজা ফিরে আসার অপেক্ষায় আছেন দেশবাসীও। সবার একটাই প্রত্যাশা খাদিজা যেন ফিরে আসে।

উল্লেখ্য, খাদিজা সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী। গত সোমবার (৩ অক্টোবর) পরীক্ষা দিতে সিলেটের এমসি কলেজে গিয়েছিলেন তিনি। পরীক্ষা শেষে ফেরার সময় এমসি কলেজের পুকুরপাড়ে খাদিজাকে প্রকাশ্যে কুপিয়ে গুরুতর আহত করেন ছাত্রলীগের নেতা বদরুল আলম। দীর্ঘদিন ধরেই তিনি খাদিজাকে উত্ত্যক্ত করছিলেন বলে অভিযোগ রয়েছে।

এআরএস/এমএস

আরও পড়ুন