ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ঢাকা শহরে সাড়ে ৬ হাজার বাড়ি পরিত্যক্ত

প্রকাশিত: ০১:৫৯ পিএম, ০৫ অক্টোবর ২০১৬

ঢাকা শহরে ৬ হাজার ৪৭১টি বাড়ি পরিত্যক্ত অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এম এ মালেকের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

তিনি আরো জানান, রাষ্ট্রপতির আদেশ ১৬/৭২, মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের বিভিন্ন সময়ে জারিকৃত অফিস আদেশ অনুসারে পরিত্যক্ত বাড়ি শহীদ পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের অনুকূলে বরাদ্দ দেয়া হয়।

মো. নুরুল ইসলাম ওমরের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দশম সংসদের এমপিদের মধ্যে যাদের ঢাকায় বসবাসের জন্য নিজস্ব জায়গা নেই তাদের বরাবরে বর্তমানে কোনো প্লট বরাদ্দের সিদ্ধান্ত নেই। তবে পরবর্তীতে রাজউক কোনো প্রকল্প গ্রহণ করলে এমপিদের মধ্যে প্লট বরাদ্দের বিষয়টি বিধি অনুযায়ী বিবেচনা করা হবে।

এইচএস/এসএইচএস/আরআইপি

আরও পড়ুন