ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের কার্যক্রম জেলা পর্যায়ে চালুর সুপারিশ

প্রকাশিত: ১১:৫৮ এএম, ০৪ অক্টোবর ২০১৬

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সঙ্গে আলোচনার মাধ্যমে এর কার্যক্রম জেলা পর্যায়ে চালুর সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একইসঙ্গে সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন বিভিন্ন দফতরে শূন্য পদগুলোতে দ্রুত নিয়োগে সুপারিশ করা হয়ছে।

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২২তম বৈঠক এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি মো. মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে কমিটির সদস্য আয়েশা ফেরদাউস, মো. হাবিবে মিল্লাত, পীর ফজলুর রহমান, শেখ হাফিজুর রহমান ও লুৎফা তাহের বৈঠকে অংশ নেন।

এছাড়া বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, সমাজসেবা অধিদফতরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এইচএস/আরএস/এবিএস

আরও পড়ুন