ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

কলেজছাত্রীকে কুপিয়ে আহত : জড়িতদের ছাড় দেওয়া হবে না

প্রকাশিত: ১১:০০ এএম, ০৪ অক্টোবর ২০১৬

সিলেটে কলেজছাত্রীকে কুপিয়ে আহত করার ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ঘটনায় যেই জড়িত থাকুক না কেন তাকে ছাড় দেওয়া হবে না। সে যে পর্যায়ের লোক হোক না কেন তাকে বিচারের মুখোমুখি হতে হবে। প্রধানমন্ত্রীর স্পষ্ট নির্দেশনা রয়েছে, কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।

সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে মঙ্গলবার এসব কথা বলেন মন্ত্রী। ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক’ বিষয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এ সংলাপের আয়োজন করে।

বিএসআরএফের সভাপতি শ্যামল সরকারের সভাপতিত্বে সংলাপে প্রধান তথ্য কর্মকর্তা এ কে এম শামীম চৌধুরী, বিএসআরএফের সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত সোমবার বিকেলে এমসি কলেজে পরীক্ষা দিতে আসা খাদিজা বেগম নার্গিস নামে এক ছাত্রীকে শাবি ছাত্রলীগের নেতা বদরুল আলম কুপিয়ে গুরুতর জখম করেন। বর্তমানে ওই ছাত্রী নিউরো সার্জন রেজাউল সাত্তারের তত্ত্বাবধানে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

এমইউএইচ/জেএইচ/এবিএস

আরও পড়ুন