উদ্বেগ-আতঙ্কের মধ্যে এসএসসি পরীক্ষা শুরু
আতঙ্ক, উৎকণ্ঠা ও অনিশ্চয়তার মধ্যেই সারাদেশে একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমানের সবচেয়ে বড় পাবলিক পরীক্ষা। শুক্রবার সকাল ৯টায় ৩ হাজার ১১৬টি কেন্দ্রে পরীক্ষা শুরু হয়। শেষ হয় দুপুর ১২টায়।
আটটি সাধারণ শিক্ষা বোর্ডে এসএসসিতে সকালে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, সহজ বাংলা প্রথম পত্র এবং বাংলা ভাষা ও বাংলাদেশের সংষ্কৃতি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর কারিগরি বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনালে সকালে বাংলা-২ (১৯২১) সৃজনশীল এবং বাংলা-২ (৮১২১) সৃজনশীল বিষয়ের পরীক্ষা এবং মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে কুরআন মাজিদ ও তাজবিদ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
গত সোমবার এ পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতালের কারণে তা পরিবর্তন করা হয়। সোমবারের পরীক্ষা নেয়া হচ্ছে শুক্রবার। একই কারণে বুধবারের পরীক্ষা নেয়া হবে শনিবার। ফলে শুক্রবারই প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
এবার আটটি বোর্ডের অধীনে এসএসসিতে ১১ লাখ ১২ হাজার ৫৯১ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে ২ লাখ ৫৬ হাজার ৩৮০ জন এবং এসএসসি ভোকেশনালে (কারিগরি) এক লাখ ১০ হাজার ২৯৫ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে।পরীক্ষার্থীদের মধ্যে ৭ লাখ ৬৩ হাজার ৩৩৯ জন ছাত্র এবং ৭ লাখ ১৫ হাজার ৯২৭ জন ছাত্রী।
এআরএস/এমএস