নূর হোসেনের বিরুদ্ধে পুলিশের মামলা
লাইসেন্স বাতিল করা অস্ত্র জমা না দিয়ে অন্যত্র হস্তান্তরের অভিযোগে নারায়ণগঞ্জে ৭ খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার এসআই অজিত কুমার মিত্র বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেন ১৪ জুন ভারতের কলকাতায় গ্রেফতার হন। এর আগে সেভেন মার্ডারের পর পুলিশ তার দুটি অস্ত্রের লাইসেন্স বাতিল করে সেগুলো জমা দেওয়ার নির্দেশ দেন। শুক্রবার ঢাকার মালিবাগ রেলক্রসিংয়ে চট্টগ্রাম থেকে আসা একটি ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যাওয়া প্রাইভেটকার থেকে নূর হোসেনের লাইসেন্স বাতিল হওয়া গুলিভর্তি পিস্তুল উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন বলেন- নূর হোসেন সেই অস্ত্র জমা না দিয়ে তার শ্যালক নূরে আলমের কাছে হস্তান্তর করেন। লাইসেন্স বাতিল করা অস্ত্র জমা না দিয়ে অন্যত্র হস্তান্তরের অভিযোগে নূর হোসেনের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে।
সর্বশেষ - জাতীয়
- ১ মশা নিয়ন্ত্রণে ৫৩০ শিক্ষাপ্রতিষ্ঠানে ডিএসসিসির চিরুনি অভিযান
- ২ শাহজালাল বিমানবন্দরে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
- ৩ বান্দরবানে কেএনএ’র বিরুদ্ধে সেনা অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার
- ৪ জুলাই বিপ্লবের ১০০তম দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি
- ৫ দেশে ফিরে অভিবাসী কর্মীদের লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা