‘জঙ্গিবাদ গোড়া থেকে নির্মূল করতে হবে’
সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড.বদিউল আলম মজুমদার বলেছেন, জঙ্গিবাদ একটি রোগ। এটিকে গোড়া থেকে নির্মূল করতে পারলে তবেই একটি সুন্দর সম্প্রীতির বাংলাদেশ গড়া সম্ভব।
রোববার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে সুজন আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
এসময় জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তিনি।
বদিউল আলম মজুমদার বলেন, আমাদের সহিংস না হয়ে গান্ধীর নীতি অবলম্বন করতে হবে। তার নীতি অনুযায়ী শান্তির পথ খুঁজতে হবে। তাহলেই সকল অন্ধকার দূর হবে।
বুড়িগঙ্গা বাঁচাও আন্দোলনের সম্পাদক মিহির বিশ্বাস বলেন, বিশ্বজুড়ে এখন হিংসার রাজনীতি চলছে। এতে সামাজিক ও রাষ্ট্রীয় সম্প্রীতি বিনষ্ট হচ্ছে। হিংসা ভুলে ঐক্যের মাধ্যমে সমাজ গড়তে হবে। জ্ঞান এবং বুদ্ধির চর্চা করতে হবে।
মানববন্ধনে সংগঠনের অন্য নেতারা উপস্থিত ছিলেন।
এএস/এমএমজেড/আরআইপি
সর্বশেষ - জাতীয়
- ১ বড়দিন উপলক্ষে ধর্মীয় প্রতিষ্ঠানে ২ কোটি ৫০ লাখ টাকা অনুদান
- ২ গণভবনে জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদন
- ৩ বঞ্চিত ৭৬৪ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিচ্ছে সরকার
- ৪ ২৩ অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বদলি
- ৫ হাসিনাকে ফেরত চেয়ে চিঠি: ভারতের এখনো কোনো উত্তর মেলেনি