হজযাত্রী নিবন্ধনের সময় বাড়ছে
হজযাত্রী নিবন্ধনের সময় ২১ দিন বৃদ্ধি করছে সরকার। হজে যেতে আগামী ২৬ জানুয়ারি পর্যন্ত নিবন্ধন করা যাবে। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বৃহস্পতিবার নিবন্ধনের শেষ দিন ছিল। ধর্ম মন্ত্রণালয়ের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
একজন কর্মকর্তা জানান, অবরোধ-হরতালের কারণে মানুষ সময় মতো হজের নিবন্ধন করতে পারেনি। এজন্য সময় বাড়ানো হচ্ছে। বিকেল নাগাদ এ বিষয়ে একটি আদেশ জারি করা হবে। আদেশ অনুযায়ী, রেজিস্ট্রেশনের সময় ২৬ জানুয়ারি পর্যন্ত বাড়বে, তবে তার আগে হজযাত্রীর কোটা পূরণ হলে বর্ধিত মেয়াদ কার্যকর হবে না।
সৌদি সরকার ইলেকট্রনিক হজ ব্যবস্থাপনার কারণে এবার কয়েক মাস আগে হজের টাকা জমা নেওয়া হচ্ছে। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীরা ৫১ হাজার ৬৯০ টাকা ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীরা ৪৮ হাজার ৩৩১ টাকা দিয়ে নিবন্ধন করতে পারবেন। হজ প্যাকেজের বাকি টাকা ১০ জুনের মধ্যে জমা দিতে হবে।
এআরএস/এমএস