বিচার কার্যক্রম ভালোভাবে চলছে : র্যাপ
যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধবিষয়ক বিশেষ দূত স্টিফেন জে র্যাপ বলেছেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের বিচারে যুক্তরাষ্ট্র সরকারের সমর্থন আছে।
বিচার কার্যক্রম ভালোভাবে চলছে বলেও মন্তব্য করেন তিনি। এ ছাড়া বিচারকাজে কোনপক্ষ (বাদী ও বিবাদী) যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে দিকে বিশেষ দৃষ্টি দিতে সংশ্লিষ্টদের প্রতিও আহ্বান জানান স্টিফেন জে র্যাপ।
সোমবার দুপুর ১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধবিষয়ক বিশেষ এই দূত। তিনি ট্রাইব্যুনালের বিচারপতিসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রায় এক ঘণ্টাব্যাপী সাক্ষাৎ শেষে সেখানে উপস্থিত সংবাদকর্মীদের সঙ্গে কথা বলেন স্টিফেন জে র্যাপ।
এর আগে সোমবার সকাল ১১টার দিকে ধানমন্ডিতে তদন্ত সংস্থার কার্যালয় পরিদর্শন করেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত। প্রায় দেড়ঘণ্টা সেখানে অবস্থান করে সংস্থার তদন্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
বাংলাদেশের যুদ্ধাপরাধীদের বিচারের ক্ষেত্রে তদন্ত কর্মকর্তারা কিভাবে কাজ করছেন, কতটি মামলার তদন্ত সম্পন্ন করেছেন, কতটি মামলা তদন্তাধীন রয়েছে, কতটির রায় হয়েছে এবং কতটি রায়ের জন্য অপেক্ষমাণ রয়েছে প্রভৃতি বিষয়ে খোঁজখবর নেন তিনি।
তদন্ত কর্মকর্তা মতিউর রহমান সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেন। তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আবদুল হান্নান খান, সমন্বয়ক সানাউল্লাহ মিয়াসহ তদন্ত কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।