দুই শতাধিক যাত্রী নিয়ে পদ্মায় লঞ্চডুবি (ভিডিও)
মুন্সীগঞ্জ মাওয়ার লৌহজং চ্যানেলে কাওড়াকান্দি থেকে মাওয়ায় যাওয়ার সময় মাওয়া ঘাটের অদূরে পদ্মা নদীতে দুই শতাধিক যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী লঞ্চ ডুবে গেছে। সোমবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বেলা একটার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ এখনো চলছে।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম জানিয়েছে, প্রাথমিকভাবে জীবিত ব্যক্তিদের উদ্ধার করার চেষ্টা চলছে। এ পর্যন্ত বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। কতজনকে উদ্ধার করা হয়েছে বা কতজন নিখোঁজ রয়েছেন, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে ১১০ জন যাত্রীকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) জানায়, ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী থাকায় প্রচণ্ড স্রোতের কবলে পড়ে লঞ্চটি ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে।
পিনাক-৬ নামের লঞ্চটি কাওড়াকান্দি থেকে মাওয়ায় যাচ্ছিল।
সর্বশেষ - জাতীয়
- ১ ১৮ বছর পর দেশে ফিরলেন রবিউল, বাবাকে ছুঁয়ে দেখলো তিন সন্তান
- ২ গণতন্ত্র পুনরুদ্ধার ও প্রতিষ্ঠায় তরুণদের এগিয়ে আসা জরুরি
- ৩ সাবেক মুখ্যসচিব তোফাজ্জলের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে
- ৪ পতেঙ্গা সমুদ্র সৈকতকে আন্তর্জাতিক ট্যুরিস্ট স্পটে রূপ দিতে চাই
- ৫ সচিবালয়ে অগ্নিকাণ্ড পরিকল্পিত ষড়যন্ত্র: জাতীয় নাগরিক কমিটি