ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ভারতীয় ভিসা পেতে নারীদের ই-টোকেন লাগবে না

প্রকাশিত: ০২:৩৫ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০১৬

বিমানের টিকেট থাকলে মহিলা নারীদের ভারতের ভিসার জন্য ই টোকেন লাগবেনা। বিমান টিকেট দেখিয়েই তারা রাজধানীর গুলশানের ভিসা সেন্টার থেকে ভিসা পাবেন।

বুধবার (২৮ সেপ্টেম্বর)  ঢাকাস্থ ভারতীয় দুতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নারীদের ভিসা আবেদনের সঙ্গে তাদের পরিবারের সদস্যরাও আবেদনের সুযোগ পাবেন। ভিসা আবেদনের কমপক্ষে সাতদিন পর ভ্রমনের দিনক্ষণ থাকতে হবে। ভিসার জন্য আবেদনকারিদের গুলশান ভিসা সেন্টারের প্রবেশ পথে বিমানের টিকেট প্রদর্শন করতে হবে। এ সুযোগ  ৩ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত থাকবে।

এমইউ/এএইচ/এবিএস