ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

পরীক্ষায় ফেল করায় ট্রেনের নিচে আত্মহত্যা

প্রকাশিত: ০৬:৫০ এএম, ২৮ সেপ্টেম্বর ২০১৬

রাজধানীর খিলখেতে ট্রেনে কাটা পড়ে নূরে জান্নাত মিতু (২৩) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। তবে পরীক্ষায় ফেল করায় সে আত্মহত্যা করেছে বলে পরিবারের বরাত দিয়ে জানিয়েছে পুলিশ।

বুধবার সকালে খিলখেত রেল ক্রসিংয়ে ঢাকা থেকে জামালপুরগামী ‘জামালপুর কমিউটার’ ট্রেনের ধাক্কায় এ ঘটনা ঘটে। পরে তার মরদেহ উদ্ধার করে কমলাপুর রেলওয়ে থানায় নেয়া হয়েছে।

কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ জাগো নিউজকে বলেন, নিহত জান্নাত মিরপুর বাংলা কলেজের গণিত বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী। সে স্বামীর সঙ্গে খিলখেতের মধ্যপাড়ায় ভাড়া বাসায় থাকতেন।

নিহত মিতুর পরিবারের বরাত দিয়ে তিনি আরো জানায়, অনার্থ চতুর্থ ও শেষ বর্ষের ফাইনাল পরীক্ষায় এক বিষয়ে ফেল করার কারণে সে আত্মহত্যা করতে পারে।

ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানান আবদুল মজিদ।

এআর/আরএস/পিআর