ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সৈয়দ হকের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে

প্রকাশিত: ০৬:০০ এএম, ২৮ সেপ্টেম্বর ২০১৬

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়েছে। বুধবার সোয়া ১১টার দিকে সব্যসাচীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। বেলা ১টা পর্যন্ত তার মরদেহ সেখানে রাখা হবে।

এই লেখককে শ্রদ্ধা জানাতে ইতোমধ্যে মানুষের ঢল নেমেছে কেন্দ্রীয় শহীদ মিনারে। কানায় কানায় ভরে গেছে শহীদ মিনার চত্বর।

samsul

এর আগে বাংলা একাডেমি প্রাঙ্গণে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। তার প্রথম জানাজা রাজধানীর তেজগাঁওয়ে চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বুধবার সকাল ১০টার দিকে তার মরদেহ চ্যানেল আই প্রাঙ্গণে আনা হয়। এ সময় তার মরদেহে শ্রদ্ধা জানান বিশিষ্টজনরা। চ্যানেল আই প্রাঙ্গণে তার মরদেহ ২০ মিনিট রাখা হয়।

শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেয়া হবে তার মরদেহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জানাজা শেষে মরদেহ হেলিকপ্টারে করে গ্রামের বাড়ি কুড়িগ্রামে নেওয়া হবে। সেখানেই সব্যসাচী এই লেখককে দাফন করা হবে।

shahid

উল্লেখ্য, মঙ্গলবার বিকেল ৫টা ২৬ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই সব্যসাচী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

এএসএস/এআরএস/পিআর

আরও পড়ুন