ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

৬ বছরে রফতানি আয় ১৩ লাখ ৬০ হাজার কোটি টাকা

প্রকাশিত: ০৩:২৫ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০১৬

গত ৬ বছরে মোট ১ লাখ ৬৯ হাজার ৯১০ দশমিক ২৮ মিলিয়ন মার্কিন ডলার বা ১৩ লাখ ৫৯ হাজার ২৮০ কোটি টাকা রফতানি আয় হয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। ২০১০-১১ থেকে ২০১৫-১৬ অর্থবছর পর্যন্ত এ পরিমাণ রফতানি আয় হয়েছে বলে জানান তিনি।

মঙ্গলবার জাতীয় সংসদে মহিলা আসনের উম্মে রাজিয়া কাজলের লিখিত প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এ তথ্য জানান।

তোফায়েল আহমেদ বলেন, বর্তমান সরকার বাণিজ্য বৃদ্ধির লক্ষে নানাবিধ কাজ করে চলেছে। রফতানির অনুকূল পরিবেশ তৈরির লক্ষে বিদেশি মিশনগুলোকে নির্দিষ্ট লক্ষ্য স্থির করে দেওয়া হয়েছে। তাছাড়া উত্তরোত্তর বিভিন্ন নতুন নতুন দেশে রফতানি করা হচ্ছে। যার ফলে আমাদের রফতানি বাড়ছে।

এইচএস/জেএইচ/আরআইপি

আরও পড়ুন