দ্বাদশ অধিবেশন ১০ অক্টোবর পর্যন্ত
চলমান দশম জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন রোববার বিকেলে শুরু হয়েছে। বিকেল ৫টা ১০ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। এর আগে বিকেল ৪টায় সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠক হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এ অধিবেশন ১০ অক্টোবর পর্যন্ত চলবে।
অধিবেশনের প্রথম দিনের শুরুতে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ, জাতীয় পার্টির প্রেসিডেন্ট হুসেইন মুহাম্মদ এরশাদ উপস্থিত ছিলেন। তবে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা দেশের বাইরে থাকায় তিনিও উপস্থিত হতে পারেনি।
অধিবেশনের শুরুতেই সভাপতিমণ্ডলি সদস্য মনোনয়ন করা হয়। এইসব ব্যক্তিরা স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতে সংসদের বৈঠক পরিচালনা করবেন।
এরপর বিগত অধিবেশন শেষ হওয়ার পর এ পর্যন্ত বিভিন্ন সম্মানিত ব্যক্তির মৃত্যুতে শোক প্রস্তাব আনার পর মরহুমদের আত্মার মাগফেরাত কামনায় ১মিনিট নিরবতা পালন শেষে মোনাজাত করা হয়।
জানা যায়, এই অধিবেশনের জন্য পুরনো ১১টিসহ মোট ১৫টি বিল সংসদে জমা পড়েছে। নতুন চারটি বিল হচ্ছে বাস র্যাপিট ট্রানজিট (বিআরটি) বিল ২০১৬, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বিল ২০১৬, বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল বিল ২০১৬ ও বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিল ২০১৬। এ ছাড়া অধিবেশন চলাকালে নতুন কয়েকটি বিল উত্থাপিত হতে পারে।
কার্য উপদেষ্টা কমিটির বৈঠক
এর আগে সংসদের ‘কার্য উপদেষ্টা কমিটির দ্বাদশ বৈঠক সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন।
কমিটির সদস্য বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, হুসেইন মুহম্মদ এরশাদ, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, সুরঞ্জিত সেন গুপ্ত, মো. ফজলে রাব্বী মিয়া, আবুল হাসানাত আব্দুল্লাহ, আ স ম ফিরোজ এবং আনিসুল হক বৈঠকে অংশ নেন।
বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয় যে, দশম জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন আগামী ১০ অক্টোবর পর্যন্ত চলবে। প্রতিদিন বিকেল ৫টায় অধিবেশন শুরু হবে। তবে প্রয়োজনে এ সময়সীমা স্পিকার বাড়াতে বা কমাতে পারবেন।
বাংলাদেশ জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদার ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
এইচএস/জেএইচ/আরআইপি