পাট রফতানির কোনো চুক্তি হয়নি : সংসদে বস্ত্র ও পাটমন্ত্রী
বস্ত্র ও পাটমন্ত্রী ইমাজ উদ্দিন প্রামানিক বলেছেন, বিদেশে পাট রফতানির জন্য কোনো দেশের সঙ্গে বাংলাদেশের রফতানি চুক্তি নেই। তবে বিদেশি আমদানিকারকদের চাহিদা মাফিক পাট ও পাটজাত পণ্য বাংলাদেশের রফতানিকারক প্রতিষ্ঠান স্ব-উদ্যোগে রফতানি করে থাকে।
রোববার জাতীয় সংসদে গোলাম দস্তগীর গাজীর (নারায়ণগঞ্জ-১) লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।
একে এম রহমততুল্লার (ঢাকা-১১) এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান বিজেএমসির নিয়ন্ত্রণাধীন কোনো পাটকল লে অফ নাই।
এইচএস/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি এ সপ্তাহে, ক্যাডার-ননক্যাডারে পদ ৩৭০১
- ২ সংসার চালাতে হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষ, ওষুধে ব্যয় ২০ শতাংশ
- ৩ জাপান গার্ডেন সিটিতে বিষ প্রয়োগে কুকুর হত্যার অভিযোগে থানায় জিডি
- ৪ ‘রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ যেন হারিয়ে না যায়’
- ৫ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক