আয়-ব্যয়ের হিসাব দিয়েছে ২৫ দল
নির্বাচন কমিশন ঘোষিত নির্দিষ্ট সময়ে ২০১৩-১৪ অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব দিয়েছে ২৫টি রাজনৈতিক দল। ৩১ জুলাইয়ের মধ্যে এ হিসাব দেওয়ার জন্য সময় বেঁধে দিয়ে দলগুলোকে চিঠি দিলেও অন্যান্য দলগুলো হিসাব দিতে ব্যর্থ হয়েছে।
নির্ধারিত সময়ে হিসাব দেওয়া দলগুলো হলো- জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ, বাংলাদেশ তরিকত ফেডারেশন, বাংলাদেশ মুসলিম লীগ, ইসলামী ঐক্যজোট, গণতন্ত্রী পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, কৃষক-শ্রমিক-জনতা লীগ, বাংলাদেশ ইসলামি ফ্রন্ট, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, খেলাফত মজলিস, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কাস পার্টি, জাতীয় পার্টি-জেপি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ জাতীয় পার্টি, জাকের পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা।
সময় চেয়ে যেসব দল আবেদন করেছে সেগুলো হলো- ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, জাতীয় সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি, বাংলাদেশের সাম্যবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, গণফোরাম, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ মুসলিম লীগ, জাতীয় পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও বাংলাদেশ আওয়ামী লীগ। দলগুলোর মধ্যে বেশিরভাগ দল আগামী ৩১ আগস্ট এবং আওয়ামী লীগ সর্বোচ্চ ১ সেপ্টেম্বর পর্যন্ত সময় চেয়েছে।
রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা অনুযায়ী, নির্বাচন কমিশনে নিবন্ধিত দলগুলোকে প্রত্যেক আর্থিক বছরের হিসাব কমিশন ঘোষিত সময়ে জমা দিতে হয় । কোনো দল যদি পরপর তিন বছর হিসাব দিতে ব্যর্থ হয় তবে ওই দলের নিবন্ধন বাতিল হয়ে যায়।