ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

জাতীয় কবিতা উৎসব শুরু আজ

প্রকাশিত: ০৪:৩৮ এএম, ০১ ফেব্রুয়ারি ২০১৫

`জাগো সম্ভাবনায় জাগো কবিতায়` স্লোগান নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাকিম চত্বরে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ২৯তম জাতীয় কবিতা উৎসব-২০১৫।

রোববার সকাল সাড়ে ৯টায় জাতীয় কবিতা পরিষদের আয়োজনে উৎসবের উদ্বোধন করবেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক।

এবারের কবিতা উৎসব উদ্বোধনের আগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে এবং শিল্পাচার্য জয়নুল আবেদিন ও শিল্পী কামরুল হাসানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে।

এরপর পদযাত্রায় কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে মহান ভাষা শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি দেয়া হবে। প্রতি বছরের মতো এবারের উৎসবেও থাকছে একুশের গান, উৎসব সঙ্গীত, স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি, কবিতার গান, সেমিনার ও প্রদর্শনী।

উৎসবে ভিন্নভাষী কবিদের জন্য অন্য ভাষার কবিতা শিরোনামে একটি অধিবেশন থাকবে। মালয়েশিয়া, বেলজিয়াম, সুইডেন, ডেনমার্ক, সুইজারল্যান্ড, ইকুয়েডর, অস্ট্রেলিয়াসহ ৮টি দেশের কবিরা উৎসবে অংশ নেবেন।

বিএ/এমএস