ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

চট্টগ্রাম বসবাসের অনুপোযোগী হয়ে পড়েছে : যোগাযোগমন্ত্রী

প্রকাশিত: ০৭:১৮ এএম, ০৩ আগস্ট ২০১৪

বন্দর নগরী চট্টগ্রাম বসবাসের অনুপোযোগী হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার সকালে নগরীর আগ্রাবাদ বাদামতলী মোড়ে ‘সড়ক দুর্ঘটনা হ্রাস কল্পে গণসচেতনতা বৃদ্ধিমূলক রোড শো ২০১৪’ ক্যাম্পেইন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

যোগাযোগমন্ত্রী বলেন, এ শহরের যেদিকেই থাকায় ময়লা-আবর্জনার ঢিবি। দুর্গন্ধে নাকে রুমাল দিয়ে চলতে হয়। এ শহরের বিলবোর্ডের জন্য সবুজ দেখা যায় না, পাহাড় দেখা যায় না, নদী দেখা যায় না, কোথাও কোথাও আকাশও দেখা যায় না।

তিনি আরও বলেন, এই শহরে যানবাহন চলাচলে কোন শৃঙ্খলা নেই। চট্টগ্রামের মতো এত বেহাল রাস্তাঘাট বাংলাদেশের কোথাও নেই। গোটা শহরেই রাস্তাঘাট আজ বেহাল। আমি প্রধানমন্ত্রীকে রাঙামাটি থেকে এসএমএস করে বিষয়টি জানিয়েছি।


ওবায়দুল কাদের বলেন, আমাকে দায়িত্ব দিলে আমি তিনদিনের মধ্যে এসব সংস্কার করে দিতে পারবো আর কার্পেটিংয়ের কাজ ৭ থেকে ১০ দিন লাগবে। এই শহর আবার ঝকঝকে তকতকে হবে। এ বিষয়গুলো কমিটমেন্ট নিয়ে কাজ করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমি অনুরোধ করবো। তারা হয়তো ভালো মানুষ। কিন্তু ভালো মানুষ হলে চলবে না। আমাদের ভালো কাজ দরকার। চট্টগ্রামবাসী আজকে অসহ্য হয়ে পড়েছে। তাদের আজকে দুর্গন্ধময় একটা শহর।

তিনি বলেন, চট্টগ্রামে ৯৫ শতাংশ মোটরসাইকেল আরোহীর মাথায় কোন হেলমেট নেই এবং দৃশ্যপট ঢাকার চেয়ে সম্পূর্ণ ভিন্ন। সম্মিলিত উদ্যোগে এ ক্যাম্পেইন চালিয়ে যেতে পারলে যানজট নিরসণ এবং দুর্ঘটনারোধে সফল হতে পারবো। এবিষয়টিকে নিয়ন্ত্রণ করতে পারবো।

তিনি আরও বলেন, গণ পরিবহণে বিশৃঙ্খলা বিরাজ করছে। এটা উপলব্দি করে গণপরিবহণের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য এ জনসচেতনতা অভিযান পরিচালনা করে আসছি।

এ সময় মন্ত্রী লাইসেন্সবিহীন মোটরসাইকেল, সিএনজি অটোরিকশা ও ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিআরটিএ কর্মকর্তাদের নির্দেশ দেন।