ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

আবারও ঢাকা আসছেন র‌্যাপ

প্রকাশিত: ০৪:৫৫ এএম, ০৩ আগস্ট ২০১৪

মানবতাবিরোধী অপরাধের চলমান বিচার কার্যক্রম পর্যবেক্ষণে আবারও ঢাকা আসছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের যুদ্ধাপরাধ বিষয়ক বিশেষ দূত স্টিফেন জে র‌্যাপ। সোমবার তিন দিনের সফরে ঢাকায় আসবেন তিনি। পররাষ্ট্র দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

স্টিফেন জে র‌্যাপ এর আগেও তিন দফা ঢাকা সফর করেছেন। তবে ৫ই জানুয়ারির নির্বাচনের পর এটি তার প্রথম সফর। বরাবরের মতো এবারের সফরেও তার পক্ষ থেকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকাজ সরেজমিন পরিদর্শন এবং সরকারের সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলার ইচ্ছা প্রকাশ করা হয়েছে।

পররাষ্ট্র দপ্তর সূত্র নিশ্চিত করেছে মার্কিন ওই দূতের আগ্রহ মতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ঢাকায় আসার পরপরই তিনি ট্রাইব্যুনালের বিচার কার্য পরিদর্শনে যেতে পারবেন। সেখানে প্রসিকিউশন টিম, তদন্ত কর্মকর্তা ও ট্রাইব্যুনাল কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন তিনি।

গত বছর মে মাসের মাঝামাঝিতে সর্বশেষ ঢাকা সফর করেন যুদ্ধাপরাধ বিষয়ক মার্কিন ওই দূত। সেই সময় তিনি জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসি পরবর্তী পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন।