বিকেলে গণজাগরণ মঞ্চের প্রতিবাদী গণস্বাক্ষর
যুদ্ধাপরাধী কামারুজ্জামানের সাজা বাস্তবায়ন ও দেশব্যাপী জামায়াত-শিবিরের সহিংসতা বন্ধের দাবিতে শাহবাগে শুক্রবার বিকেল ৩টা থেকে ‘প্রতিবাদী গণস্বাক্ষর ও সমাবেশ’ করবে গণজাগরণ মঞ্চ ।
বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ জানুয়ারি থেকে সারা দেশে রাজনীতির নামে চলছে ধারাবাহিক পেট্রোল বোমা হামলা। বাস-ট্রাক-অটোরিকশা-ভ্যানকে টার্গেট করে উপর্যুপরি হামলায় শিশু, নারী, পুরুষসহ সহায়-সম্পদ জ্বলে-পুড়ে নিঃশেষ হয়ে যাচ্ছে। দেশের শিক্ষা, যোগাযোগ, উৎপাদন ও অর্থনৈতিক ব্যবস্থা ধ্বংস এবং জনগণের মাঝে ত্রাসের রাজত্ব কায়েমের মাধ্যমে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টা চলছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, রাজনীতির নামে চলমান সহিংসতা বন্ধে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ, কামারুজ্জামানের বিরুদ্ধে আপিল বিভাগের ঘোষিত চূড়ান্ত রায়ের দ্রুত বাস্তবায়নসহ সকল যুদ্ধাপরাধীর দ্রুত বিচার নিশ্চিত করার মাধ্যমে চলমান সহিংসতা বন্ধ করতে হবে।
শাহবাগে আয়োজিত কর্মসূচিতে মুক্তিযুদ্ধের পক্ষের প্রগতিশীল সকল ব্যক্তি, পরিবার, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এআরএস