নিউমার্কেটে ককটেল বিস্ফোরণে ছাত্রসহ আহত ৭
রাজধানীর ব্যস্ততম এলাকা নিউমার্কেটের সামনের সড়কে ককটেল বিস্ফোরণে এক ছাত্রসহ ৭ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটেছে।
আহতরা হলেন- মো. নাজিম উদ্দিন (২০), পিয়ার হোসেন (২০), মো. শাহজাহান (২১), মো. সজল (১৮), সীমান্ত (২২), জামাল হোসেন (২৫) ও শহীদুল ইসলাম (২৩)।
আহতদের মধ্যে শহীদুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী স্টাডিস বিভাগের ছাত্র ও বাকিরা নিউমার্কেট এলাকার ফুটপাতের দোকান কর্মচারী ও হকার।
আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক এই তথ্য নিশ্চিত করেছেন।
ঢামেক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে নিউমার্কেটের ২ নম্বর ও ৪ নম্বর গেট সংলগ্ন সড়কে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সন্ধ্যায় নিউমার্কেটের দুটি গেটে দুর্বৃত্তরা পরপর ৭/৮টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
আরএস
সর্বশেষ - জাতীয়
- ১ মশা নিয়ন্ত্রণে ৫৩০ শিক্ষাপ্রতিষ্ঠানে ডিএসসিসির চিরুনি অভিযান
- ২ শাহজালাল বিমানবন্দরে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
- ৩ বান্দরবানে কেএনএ’র বিরুদ্ধে সেনা অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার
- ৪ জুলাই বিপ্লবের ১০০তম দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি
- ৫ দেশে ফিরে অভিবাসী কর্মীদের লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা