সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে তোবার শ্রমিকরা
বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধের দাবিতে রাজধানীর বাড্ডার হোসেন মার্কেট এলাকায় বিক্ষোভ করছে তোবা গার্মেন্টসের শ্রমিকরা। শনিবার বেলা ১১টার দিকে বিক্ষোভ শুরু করলে বিপুল সংখ্যক পুলিশ সেখানে অবস্থান নেয়। পরে ছয়দিন ধরে অনশনরত শ্রমিকরা কারখানার সামনের সড়ক অবরোধ করে রাখে।
জানা গেছে, শ্রমিকরা বিক্ষোভ শুরুর আগেই সেখানে একটি জলকামান দাঁড় করিয়ে রাখা হয়, সতর্ক অবস্থানে ছিল অন্তত দুই শতাধিক পুলিশ।
তুবা গার্মেন্টের সামনে বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, বিজিএমই বেতন-বোনাসের দাবিতে অনশনরত শ্রমিকদের গণহত্যার পরিকল্পনা করছে।
এছাড়া যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তার দায় সরকারকেই নিতে হবে বলেও সরকারকে হুঁশিয়ার করেছেন তিনি।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকাল থেকেই সেখানে নারী পুলিশ, এপিসি, জলকামানসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কেউ যদি বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, তিন মাসের বকেয়া বেতন ও বোনাসের দাবিতে টানা ছয়দিন ধরে তুবা গ্রুপের পাঁচটি কারখানার শ্রমিকরা বকেয়া বেতন-বোনাসের দাবিতে অনশন চালিয়ে যাচ্ছেন। অনশন চলাকালে বিভিন্ন কারখানার শ্রমিক ও বিভিন্ন শ্রমিক সংগঠন তাদের আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সেখানে অবস্থান করছে।
সর্বশেষ - জাতীয়
- ১ সংস্কার কমিশন প্রধানদের মর্যাদা-সুবিধা, সদস্যদের সম্মানী নির্ধারণ
- ২ ‘বাংলাদেশ-মালদ্বীপের মধ্যে শিগগির সরাসরি জাহাজ চলাচলের উদ্যোগ’
- ৩ আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ৬ জনসহ গ্রেফতার ২৭
- ৪ যুগ্মসচিবের শাস্তির দাবিতে সচিবালয়ে কর্মচারীদের বিক্ষোভ
- ৫ বৃহস্পতিবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়