ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

হেলিকপ্টারে নৌ-পথে নজরদারি

প্রকাশিত: ০৫:১৪ এএম, ০২ আগস্ট ২০১৪

ঈদের ছুটি শেষে নৌ-পথে ঢাকায় ফেরা মানুষের নিরাপত্তা দিতে নজরদারি বাড়িয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। নৌ-পথে যাত্রীদের যাত্রা নিরাপদ করতে প্রথমবারের মতো চারটি পয়েন্ট থেকে হেলিকপ্টারে টহলের ব্যবস্থা করেছে বিআইডব্লিউটিএ।

যাত্রীদের নিরাপত্তা দেয়া, লঞ্চের অতিরিক্ত যাত্রী পরিবহন ঠেকানো এবং লঞ্চের দুর্ঘটনা রোধে বিআইডব্লিউটিএ এ ব্যবস্থা গ্রহণ করে।

বৃহস্পতি ও শুক্রবার ভিড় কিছুটা কম থাকলেও শনিবার ভোর থেকে ঢাকায় ফেরা মানুষের প্রচন্ড ভিড় দেখা যায় নৌপথে রাজধানীতে প্রবেশের অন্যতম স্থান সদরঘাট লঞ্চ টার্মিনালে।

অবশ্য ভিড়ের ঝামেলা এড়ানোর জন্য অনেকেই ছুটি শেষ হবার দুই-এক দিন আগেও ঢাকায় ফিরেছেন।