রিশার খুনির ফাঁসি চান শিক্ষামন্ত্রীও
উইলস্ লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ৮ম শ্রেণির শিক্ষার্থী সুরাইয়া আক্তার রিশার (১৫) হত্যাকারীর ফাঁসি চেয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সোমবার রাজধানীর উইলস্ লিটল ফ্লাওয়ার স্কুলে রিশার স্মরণে এক শোক সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, সারাদেশে সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের একটাই দাবি, রিশার খুনির ফাঁসি হোক। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। তিনি জানিয়েছেন, এ বিষয়ে প্রধানমন্ত্রীকে অবগত করবেন।
তিনি বলেন, আমি শিক্ষার্থীদের ‘শৃঙ্খল’ আন্দোলনে সমর্থন জানাচ্ছি। ওবায়েদুলকে (সন্দেহভাজন খুনি) গ্রেফতার করে অবিলম্বে আইনের আওতায় এনে শাস্তি দেয়া হোক।
উল্লেখ্য, গত ২৪ আগস্ট (বুধবার) উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের পাশে রিশাকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে রোববার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
এআর/আরএস/আরআইপি