‘তনু হত্যার বিচার হলে রিশাকে মরতে হতো না’
কুমিল্লার সোহাগী জাহান তনু হত্যার বিচার হলে সুরাইয়া আক্তার রিশাকে (১৪) মরতে হতো না বলে মন্তব্য করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
রোববার রাজধানীর কাকরাইল মোড়ে রাজমনি সিনেমা হলের সামনে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করে তিনি এ মন্তব্য করেন।
ইমরান এইচ সরকার বলেন, ‘তনু হত্যার বিচার হলে রিশাকে মরতে হতো না। আমাদের দেশে এ ধরনের নির্যাতন ও হত্যার ঘটনায় বিচারের দৃষ্টান্ত নেই। এ ধরনের হত্যার বিচার চাইতে আন্দোলন করা হলেও তা ধামাচাপা দেয়া হয়।’
তিনি বলেন, ‘তনু হত্যার বিচার হলে আফসান, রিশার মতো মেয়েদের মরতে হতো না। আমরা দেখেছি যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো রিশা হত্যার আন্দোলন থেকে সরে দাঁড়াতে শিক্ষার্থীদের চাপ দিচ্ছে। এগুলো কোনোভাবেই কাম্য নয়।’
গণজাগরণ মঞ্চের মুখপাত্র বলেন, ‘আমরা চাই সুরাইয়া আক্তার রিশাকে ছুরিকাঘাতকারী ওবায়দুলকে গ্রেফতার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার করে একটা দৃষ্টান্ত করা হোক।’
গত বুধবার সুরাইয়া আক্তার রিশাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় এক বখাটে। চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে সে মারা যায়। রিশাকে ছুরিকাঘাতের পর চারদিন পেরিয়ে গেলেও এখনো সেই বখাটেকে ধরতে পারেনি পুলিশ।
এআর/এনএফ/আরআইপি