বিজিবির আন্তঃ রিজিয়ন প্রতিযোগিতা অনুষ্ঠিত
বর্ডার গাড বাংলাদেশ (বিজিবি)`র আন্তঃ রিজিয়ন আযান ও ক্বেরাত প্রতিযোগিতা ২০১৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা পিলখানাস্থ বিজিবির কেন্দ্রীয় জামে মসজিদে আযান ও ক্বেরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ।
আযান প্রতিযোগিতায় ব্যক্তিগত ইভেন্টে ১ম স্থান অধিকার করেন সিপাহী মোঃ আব্দুল করিম। ২য় স্থান অধিকার করেন ল্যান্স নায়েক সহকারী মোহাম্মদ হোসেন এবং ৩য় স্থান অধিকার করেন ল্যান্স নায়েক চালক মোঃ সিরাজুল ইসলাম।
ক্বেরাত প্রতিযোগিতায় ব্যক্তিগত ইভেন্টে ১ম স্থান অধিকার করেন নায়েক মোঃ বাবুল হোসেন, ২য় স্থান অধিকার করেন পরিচ্ছন্নকর্মী মোঃ মেহেদী হাসান এবং ৩য় স্থান অধিকার করেন সিপাহী মোঃ মামুনুর রশিদ। এছাড়া দলীয় ইভেন্টে উভয় বিষয়ে সামগ্রিক পয়েন্ট প্রাপ্তির ভিত্তিতে ঢাকা সেক্টর চ্যাম্পিয়ন এবং রংপুর রিজিয়ন রানার আপ হওয়ার গৌরব অর্জন করে।
বিজিবি নীতিমালা অনুযায়ী প্রতিযোগিতায় সম্মিলিতভাবে ১ম স্থান অধিকারী নায়েক মোঃ বাবুল হোসেন বিজিবির বিভাগীয় খরচে পবিত্র হজ্বব্রত পালনের সুযোগ পাবেন। বিজিবি মহাপরিচালক সম্মিলিতভাবে ১ম স্থান অধিকারী নায়েক মোঃ বাবুল হোসেন এর হাতে হজ্বে গমনের প্রতীকী বিমান টিকেট, চ্যাম্পিয়ন দলকে ট্রফি এবং বিজয়ীদের হাতে সনদপত্র তুলে দেন। সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজিবি’র সকল পর্যায়ের কর্মকর্তা ও সৈনিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এব্যাপারে মুহম্মদ বিজিবি হেড কোয়াটারের জনসংযোগ কর্মকর্তা মোহসিন রেজা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সকল পদবীর সৈনিক ও বেসামরিক কর্মচারীদের ধর্মীয় চেতনাকে সমুন্নত রেখে তাদের অনুপ্রাণিত করার প্রয়াস হিসেবে প্রত্যেক বৎসরের ন্যায় এবারও এ আন্তঃ রিজিয়ন আযান ও ক্বেরাত প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ প্রতিযোগীতা শুরু হয় ২১ জানুয়ারি।
-জেইউ/এএইচ
সর্বশেষ - জাতীয়
- ১ সামরিকসহ বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহী তুরস্ক, শিগগির জেইসির সভা
- ২ ১০ ঘণ্টা পর বকশীবাজার সড়ক ছাড়লেন ঢাকা আলিয়ার শিক্ষার্থীরা
- ৩ আলিয়া মাদরাসার অস্থায়ী আদালতে আগুন, সড়ক অবরোধ
- ৪ জেনেভা ক্যাম্পের ‘দুর্ধর্ষ সন্ত্রাসী’ চুয়া সেলিম গ্রেফতার
- ৫ দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচিতে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা