ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

আবারও সংগঠিত হচ্ছে জেএমবি

প্রকাশিত: ১০:২১ এএম, ৩১ জুলাই ২০১৪

নিষিদ্ধঘোষিত জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) আবারও সংগঠিত হওয়ার চেষ্টা করছে বলে জানিয়েছেন মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপি) যুগ্ন কমিশনার মনিরুল ইসলাম। বৃহস্পতিবার সকালে আটককৃত তিন জেএমবি সদস্যকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

মনিরুল ইসলাম জানান, আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়েদার পাকিস্তানি শাখার পরামর্শে চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে আবারও সংগঠিত হওয়ার চেষ্টা করছে জেএমবি। এ কারণে শিক্ষিত যুবকদের টার্গেট করা হচ্ছে যাতে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সঙ্গে সমন্ময় করতে পারে।

তিনি আরও জানান, এলক্ষ্যে পাকিস্তানে পালিয়ে যাওয়া জেএমবি সদস্যরা দেশীয়দের প্রতিনিয়ত পরামর্শ দিয়ে যাচ্ছে। তারা আল কায়দার সঙ্গে যোগাযোগ রেখে সমর্থন পাওয়ার জন্য কাজ করছে। তবে এখনো তারা সমর্থন বা সেই আদলে সংগঠন দাঁড় করাতে পারেনি। যখন তারা মাথা চাড়া দেওয়ার চেষ্টা করেছে।

যুগ্ম কমিশনার জানান, আমাদের নিকট গোয়েন্দা তথ্য ছিল জেএমবির সদস্যরা ঢাকায় অবস্থান করছে। তারা যে কোনো সময় হামলা চালাতে পরে। এজন্য আমরা গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করি।

তিনি জানান, ষড়যন্ত্রের অংশ হিসেবে আটকৃতরা ঈদের জামাতে বোমা হামলার পরিকল্পনা করেছিল। কিন্তু পুলিশি তৎপরতার কারণে তারা পেরে উঠেনি। সর্বশেষ তাদের সায়েদাবাদ থেকে আটক করা হয়।