মিরপুর ও মোহাম্মদপুরে বাসে আগুন
রাজধানীর মিরপুরের সনি সিনেমা হলের সামনে ও মোহাম্মদপুরে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যা ৭টার দিকে মোহাম্মদপুরে এবং রাত ৮ দিকে মিরপুরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দমকল বাহিনীর প্রধান নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা আতাউর রহমান তথ্যটি নিশ্চিত করেছেন।
আতাউর রহমান জানান, রাত ৮ দিকে মিরপুরের সনি সিনেমা হলের সামনে একটি যাত্রীবাহী মিনিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এদিকে রাজধানীর মোহাম্মদপুরে জয় বাংলা স্লোগান দিয়ে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তিন-চারটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মোহাম্মদপুর-মতিঝিল রুটের মৈত্রী পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো ব-১১-১৭৪৩) ইট-পাটকেল ছুড়তে থাকে দুর্বৃত্তরা। এরপর পেট্রল ঢেলে বাসটিতে আগুন ধরিয়ে তারা চলে যায়।
আরএস
সর্বশেষ - জাতীয়
- ১ মশা নিয়ন্ত্রণে ৫৩০ শিক্ষাপ্রতিষ্ঠানে ডিএসসিসির চিরুনি অভিযান
- ২ শাহজালাল বিমানবন্দরে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
- ৩ বান্দরবানে কেএনএ’র বিরুদ্ধে সেনা অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার
- ৪ জুলাই বিপ্লবের ১০০তম দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি
- ৫ দেশে ফিরে অভিবাসী কর্মীদের লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা