ঈদ শেষে ফিরতি টিকিট সংকটে যাত্রীরা
ঈদ শেষে ফিরতে হবে ঢাকায়, কিন্তু এই পথে টিকিট সংকটের কারণে বিড়ম্বনায় যাত্রীরা। কি বাস, কি ট্রেন, টিকিট মিলছে না কোথাও। এতে সময়মত কর্মস্থলে উপস্থিত হতে না পারার শঙ্কা চেপেছে সবার ঘারে।
ঈদের আনন্দ শেষে ফিরতে হবে ঢাকায়। বাড়ি যাওয়ার মতোই ফেরার সময়ও এবার দুশ্চিন্তা টিকিট। বাসের কাউন্টারে ঘুরে ঘুরে ব্যর্থ হয়ে ফিরছে বেশিরভাগ মানুষ। আগাম টিকিট শুরু হতে না হতেই শেষ হয়ে গেছে সব।
টিকিটের খোঁজে কিছুক্ষণ পর পর কাউন্টারে আসছেন যাত্রীরা। কিন্তু এতো চাহিদা পূরণ সম্ভব না, বলছে পরিবহণ কর্তৃপক্ষ।
জামালপুর থেকে ঢাকাগামী তিস্তা, ব্রহ্মপুত্র, যমুনা ও অগ্রিনা ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয় ঈদের আগের দিন। সাতশ বিশটি আসনের জন্য ভোর থেকে লাইনে দাঁড়ায় মানুষ। জনপ্রতি টিকিট দেয়া হয় দুটি করে। কিন্তু এ ঘণ্টা পর জানানো হয়, টিকিট শেষ। আর এই ঘোষণায় ক্ষুব্ধ হয়ে ওঠে যাত্রীরা।
এক ঘণ্টায় সব টিকিট কীভাবে শেষ হলো সে বিষয়ে রেলের কর্মকর্তারা ক্যামেরার সামনে কিছু বলতে রাজি হননি।
নীলফামারী থেকে ঢাকাগামী বাসের ফিরতি টিকিট শেষ হয়ে গেছে ঈদের আগেই। তবু কাউন্টারে ভিড় করেন যাত্রীরা। রোববার থেকে ট্রেনের আগাম টিকিট ছাড়ার ঘণ্টাখানেক পড়েই শেষ হয়ে যায়।