ভারত-শ্রীলঙ্কার চেয়ে বাংলাদেশে যুব বেকারত্ব কম
ভারত, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের চেয়ে বাংলাদেশে যুব বেকারত্বের হার কম। বাংলাদেশে এ হার ৯ দশমিক ১ শতাংশ; যেখানে ভারত, শ্রীলঙ্কা ও আফগানিস্তানে এ হার যথাক্রমে ১০ দশমিক ৪ শতাংশ, ১৯ দশমিক ১ শতাংশ ও ২০ দশমিক ৮ শতাংশ।
সম্প্রতি বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তান নেপালে যুব বেকারত্ব বাংলাদেশের চেয়ে কম। এ দেশ দুটিতে যুব বেকারত্বের হার যথাক্রমে ৮ দশমিক ৬ শতাংশ ও ৪ শতাংশ।
যুব বেকার বলতে এখানে ১৫ থেকে ২৪ বছর বয়সী তরুণ-তরুণীদের কথা বলা হয়েছে।
বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, বাংলাদেশের চেয়ে অনেকে দেশেই যুব বেকারত্ব বেশি। সারা বিশ্বে এমন বেকারদের সংখ্যা প্রায় ১৮০ কোটি।
বিশ্বব্যাংক বলছে, এ ধরনের বেকারের সংখ্যা ধনী দেশেই বেশি।
এনএফ/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ জন্মনিবন্ধন কার্যক্রমে জড়িত ‘অসাধু চক্রের’ বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
- ২ মৎস্য আহরণ বন্ধে দ্রুত কমিটি গঠনের নির্দেশ প্রাণিসম্পদ উপদেষ্টার
- ৩ প্রথম আলো অফিসের সামনে আবারও আন্দোলনকারীদের অবস্থান
- ৪ শিক্ষার্থীদের ‘মেগা মানডে’ ঘোষণা, ‘সতর্ক’ থেকেই দায় সারলো পুলিশ
- ৫ গ্রেফতার এড়াতে ২২ বছর আত্মগোপনে ছিলেন তিনি