ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

চরভদ্রাস‌নে অাজ ত্রাণ বিতরণ কর‌বে জা‌গো নিউজ

প্রকাশিত: ০৭:১৪ পিএম, ১৮ আগস্ট ২০১৬

ফ‌রিদপু‌রের চরভদ্রাস‌ন উপ‌জেলায় অাজ শুক্রবার ত্রাণ বিতরণ কর‌বে দে‌শের শীর্ষ পর্যা‌য়ের অনলাইন নিউজ পোর্টাল জা‌গো‌নিউজ২৪ডটকম।

সকাল ১০টায় উপ‌জেলার চরভদ্রাসন ইউনিয়ন প‌রিষদ কার্যাল‌য়ে প্রথম দফায় এক হাজার বানভাসি প‌রিবা‌রের হা‌তে ত্রাণ তু‌লে দেয়া হ‌বে।

এরপর উপজেলার চর হ‌রিরামপুর ও চর ঝাউকান্দা ইউনিয়‌নের ৫ শতা‌ধিক বন্যাকব‌লিত‌ প‌রিবা‌রের মা‌ঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হ‌বে।

সম্প্র‌তি দে‌শে অ‌তিবৃ‌ষ্টি ও নদী ভাঙ‌নের ফ‌লে জামালপুরের ইসলামপুর উপ‌জেলা, কু‌ড়িগ্রামের চিলমারী, রৌমারী ও রা‌জিবপুর উপ‌জেলা, লালম‌নিরহা‌টের হাতীবান্ধা উপ‌জেলা, নীলফামারীর ডিমলা উপ‌জেলার তিস্তা প‌য়েন্ট ও সিরাজগ‌ঞ্জের শাহজাদপুর উপ‌জেলার অসংখ্য মানুষ পা‌নিবন্দি হ‌য়ে প‌ড়েন।

এসব এলাকার মানু‌ষের দুর্দশা ও ভোগা‌ন্তি গণমাধ্য‌মে প্রকাশ হওয়ার পর ত্রাণ বিতর‌ণের উদ্যোগ নেয় দে‌শের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ‌ পোর্টাল জা‌গো‌নিউজ২৪ডটকম।

এরই ধারাবা‌হিকতায় প্রথম দফায় গত ৯ থে‌কে ১৪ অ‌াগস্ট পর্যন্ত এসব অঞ্চ‌লের ১০ হাজার প‌রিবা‌রের মা‌ঝে ত্রাণ তু‌লে দি‌য়ে‌ছে জা‌গো নিউজ।

দ্বিতীয় দফায় গত বুধবার মা‌নিকগঞ্জের ঘিওর, শরীয়তপুরের ন‌ড়িয়া ও রাজবাড়ী‌ সদর উপ‌জেলায় ৫ হাজার পা‌নিবন্দি মানু‌ষের হা‌তে ত্রাণ বিতরণ করা হয়।

এরই ধারাবা‌হিকতায় অাজ শুক্রবার সকা‌লে ফ‌রিদপু‌রের চরভদ্রাস‌ন উপ‌জেলায় দেড় হাজার মানু‌ষের মা‌ঝে ত্রাণ বিতরণ করা হ‌বে।

এ‌দিন জা‌গো নিউজের সহকারী বার্ত‌া সম্পাদক মাহাবুর অালম সোহাগ, ও‌য়েব ইনচার্জ হা‌সিবুল হাসান অা‌শিক ও ম‌ানবসম্পদ বিভা‌গের প্রধান ম‌নিরুজ্জামান ম‌নির, স্থানীয় ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান ও সদস্যরা বন্যাকব‌লিত‌দের হা‌তে ত্রাণ তু‌লে দেবেন।

এর অা‌গে গত বুধবার মা‌নিকগ‌ঞ্জের ঘিওর ও শরীয়তপু‌রের ন‌ড়িয়া উপ‌জেলায় জা‌গো নিউ‌জের সম্পাদক সুজন মাহমুদ, ব্যবস্থাপনা সম্পাদক জিয়াউল হক জিয়া, প্রধান বার্তা সম্পাদক ম‌হিউ‌দ্দিন সরকার, প্রধান প্র‌তি‌বেদক ম‌নিরুজ্জামান উজ্জল, বি‌শেষ প্র‌তি‌বেদক অা‌রিফুর রহমান বাবু ও সহকারী বার্ত‌া সম্পাদক অা‌রিফুল ইসলাম অারমান ত্রাণ বিতরণ কার্যক্র‌মে অংশ নেন।

অপর‌দি‌কে শরীয়তপু‌রে ত্রাণ বিতরণ করেন জাগো নিউজের সহ-সম্পাদক অাব্দুর রাজ্জাক সরকার (রাজ), সালাউ‌দ্দিন মাহমুদ ও নিজস্ব প্র‌তি‌বেদক মা‌নিক মোহাম্মদ ও স্থানীয় প্র‌তি‌নি‌ধি ছ‌গির অাহম্মেদ।

বিএ

আরও পড়ুন