যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সহকারী মন্ত্রী রিচার্ড ঢাকা আসছে
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন বিষয়ক সহকারী মন্ত্রী এ্যান সি. রিচার্ড আগামী ২০-২৩ জানুয়ারি বাংলাদেশ সফরে আসছেন। চার-দিনের এই বাংলাদেশ সফরে এ্যান সি রিচার্ড সরকারের কর্মকর্তা, পররাষ্ট্র, স্বরাষ্ট্র, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, এনজিও এবং আন্তর্জাতিক এনজিও, ইউএনএইচসিআর, আইওএম-এর আঞ্চলিক প্রতিনিধি এবং গণমাধ্যমের সাথে সভা ও আলোচনা করবেন।
যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিনি ঢাকায় বিস-এর একটি কনফারেন্সে অংশ নেবেন এবং কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের সহকারী মন্ত্রী অ্যান রিচার্ড ২০১২ সালে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন বিষয়ক সহকারী মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।
মিস. রিচার্ড জর্জটাউন বিশ্ববিদ্যালয় থেকে ফরেন সার্ভিস বিষয়ে স্নাতক ও শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক পলিসি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন।
আরএস