ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

গোটা জাতি বাকির জন্য গর্ব করতে পারে : ড. ইউনূস

প্রকাশিত: ০৭:৪৬ এএম, ১১ আগস্ট ২০১৬

ডিওডোরো অলিম্পিক শ্যুটিং পার্কে পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল শ্যুটিংয়ের কোয়ালিফাইং রাউন্ডে বাংলাদেশের প্রতিযোগী আবদুল্লাহিল বাকিকে উৎসাহ দিতে গিয়েছিলেন নোবেলজয়ী একমাত্র বাংলাদেশি ড. মুহাম্মদ ইউনূস।

৬০ শটের এই প্রতিযোগীতার শুরুর দিকে আবদুল্লাহিল বাকীর পারফরম্যান্স ছিল চোখে পড়ার মত। সব প্রতিযোগীর মধ্যে তার অবস্থান ছিল চতুর্থ। বাংলাদেশি সমর্থকরা আশাবাদী ছিলেন আবদুল্লাহিল বাকী সেরা আটে অর্থাৎ ফাইনাল রাউন্ডে পৌঁছাতে পারবেন।

শেষ পর্যন্ত ফাইনাল রাউন্ডে যেতে না পারলেও শ্যুটিংয়ে তিনি নেতৃস্থানীয় অনেক দেশের প্রতিযোগীদের চেয়ে এগিয়ে ছিলেন। এ প্রসঙ্গে ড. মুহাম্মদ ইউনূস বলেন, গোটা জাতি আবদুল্লাহিল বাকীর পারফরম্যান্সের জন্য গর্ব করতে পারে।

এমএমজেড/আরআইপি