ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

জ্বালাও-পোড়াও আন্দোলনের ভাষা হতে পারে না: শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ১০:৩২ এএম, ১৮ জানুয়ারি ২০১৫

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, যারা সাধারণ মানুষকে আগুনে পুড়িয়ে মারছেন দয়া করে এ রাস্তা থেকে সরে দাঁড়ান।

তিনি বলেন, এভাবে মানুষকে পুড়িয়ে মারা কোনোভাবেই ঠিক না। এটি কোনো আন্দোলনের ভাষা হতে পারে না। রোববার দুপুর সাড়ে তিনটার দিকে ইডেন কলেজে ৩  অগ্নিদগ্ধ ছাত্রীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে দেখতে এসে তিনি এসব কথা বলেন।

উল্লেখ্য, রোববার বেলা দুইটার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের সংসদ ভবনের খেজুরবাগান এলাকায় যাত্রীবাহী একটি বাসে দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমার আগুনে ইডেন মহিলা কলেজের দুই শিক্ষার্থী দ্বগ্ধ হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন দুজন।


 

এমএএস