ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মোনাজাত শেষে বাড়ি-ফেরা মুসল্লির ঢল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৭:১১ এএম, ১৮ জানুয়ারি ২০১৫

দেশ-বিদেশের লাখো মুসল্লির অংশগ্রহণে আখেরি মোনাজাতের মধ্যে রোববার শেষ হয়েছে ৫০তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় ও শেষ পর্ব।

মোনাজাত শেষে বিশ্ব ইজতেমা ময়দান থেকে ঘরমুখো মানুষের ঢল নামে। তিল ধারণের ঠাঁই নাই ট্রেনে, বাসে। মানুষের তুলনায় যানবাহনের সংখ্যা খুবই কম। অনেক মুসল্লি ভ্যান ও পিক্-আপ ভ্যান, ট্রাকে চরে রওনা হয়েছেন। আবার যানবাহন না পেয়ে অনেক হেঁটেই রওনা দিয়েছেন।

ধারণা করা হচ্ছে, বিশ্ব ইজতেমার দ্বিতীয় ও শেষ পর্বে আখেরি মোনাজাতে রোববার প্রায় ৩০ লাখের অধিক মুসল্লি অংশ নেন। এর মধ্যে প্রায় ২৫ লাখই মোনাজাত শেষ হওয়ামাত্রই ছুটতে শুরু করেন গন্তব্যে। ফলে পথে পথে নামে মানুষের ঢল। যে যেভাবে পারেন, সেভাবেই বাড়ির পথে রওনা দেন।

ইজতেমার মূল প্যান্ডেল ঘিরে প্রায় ২০ বর্গ কি.মি. এলাকায় গণপরিবহন বন্ধ থাকায় ঘরে ফেরা মানুষ হেঁটে গাড়ির কাছে যান। বেলা সাড়ে ১২টায় রাজধানীর বিমান বন্দর সড়কে দেখা যায় অনেক মুসল্লি যানবাহন না পেয়ে ভ্যান ও পিক-আপ ভ্যান, ট্রাকে চরে রওনা হচ্ছেন। এসময় মহাসড়কে শুধু মানুষ আর মানুষ। মাথায় টুপি, কাধে থলে নিয়ে রওয়ানা হয়েছেন ধর্মপ্রাণ মুসল্লিগণ।

এদিকে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে টঙ্গীর তুরাগ নদীর তীরে রোববার সকাল ১১টা ২০ মিনিটে শুরু হয়ে মোনাজাত চলে ১১টা ৫৪ মিনিট পর্যন্ত। ৩৪ মিনিটের এই মোনাজাত পরিচালনা করেন ভারতের দিল্লি থেকে আগত মাওলানা মোহাম্মদ সা’দ।

মোনাজাতের সময় লাখো মুসল্লির ক্ষণে ক্ষণে আমিন আমিন, আলাহুম্মা আমিন ধ্বনিতে প্রকম্পিত হয়ে উঠে টঙ্গীর বাতাস। মোনাজাতে টঙ্গীর ‘কহর দরিয়া’ খ্যাত তুরাগ নদীর তীর ও আশপাশের বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি, হেদায়েত, হেফাজত ও দ্বীনের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দেয়ার তৌফিক কামনা করা হয়।

মোনাজাত চলাকালে সমগ্র ইজতেমা ময়দান ও আশপাশের এলাকায় পিনপতন নীরবতা নেমে আসে। ধর্মপ্রাণ মুসলমানরা অশ্রুসিক্ত নয়নে দুই হাত তুলে মহান আল্লাহর দরবারে নিজেকে সমর্পণ করে নিজ নিজ গুনা মাফ কামনা করে আখেরি মোনাজাতে শরিক হন।

একইসঙ্গে ইসলামের সঠিক নির্দেশনাগুলো যথাযথভাবে পালনের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন। লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লির আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে উঠে তুরাগ তীরসহ আশেপাশের এলাকা। বিভিন্ন স্যাটেলাইট টিভি চ্যানেলে আখেরি মোনাজাত সরাসরি সম্প্রচারের ফলে দেশ-বিদেশের কোটি কোটি মুসল্লি বাসা-বাড়ি, ব্যবসা-প্রতিষ্ঠান থেকে যে যার মতো করে মোনাজাতে শরিক হন।

এর আগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মুসল্লি হেঁটে কিংবা বিকল্প বাহনে উপস্থিত হন ইজতেমাস্থলে।

১৬ জানুয়ারি শুক্রবার বাদ ফজর দিল্লির মাওলানা ইসমাইল হোসেনের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ৫০তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় ও শেষ পর্ব।

বিএনপির ডাকা লাগাতার অবরোধের দূরদূরান্ত থেকে আসা মুসল্লিদের ইজতেমা ময়দানে আসতে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। ইজতেমার মাঠ ও তার আশপাশের এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।

এসআই/বিএ