পুলিশ হত্যা মামলার প্রধান আসামি উল্কা বন্দুকযুদ্ধে নিহত
টাঙ্গাইলে এএসআই নুরুল ইসলাম হত্যার প্রধান আসামিসহ দুই উল্কা বাহিনীর প্রধান উল্কা বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। সোমবার ভোরে মির্জাপুরের কদম বাজার এলাকায় পুলিশের সঙ্গে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলিসহ দুই সহযোগীকে আটক করেছে পুলিশ।
জেলা পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ উল্কার খোঁজে অভিযান চালালে সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলেই উল্কা মারা যান। এ সময় গুলিবিদ্ধ হন শাহেদ ও ডলার। তাদেরকে কুমুদিনি হাসপাতালে ভর্তি করা হয়।
২৬ জুলাই অস্ত্র উদ্ধার অভিযানে গিয়ে গুলিবিদ্ধ হন টাঙ্গাইলের মডেল থানায় কর্মরত সহকারী উপপরিদর্শক (এএসআই) নুরুল ইসলাম। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান তিনি। এর পর গত শনি ও রোববার রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি উল্কাসহ ৪ জনকে গ্রেফতার করে পুলিশ।
সর্বশেষ - জাতীয়
- ১ সব ছাত্রসংগঠনের সমন্বয়ে ‘জাতীয় সংহতি সপ্তাহ’ পালনের ঘোষণা
- ২ ১০ কোটি টাকা শুল্ক ফাঁকি, চট্টগ্রামে নিশান সাফারি গাড়ি জব্দ
- ৩ পুলিশ আগের প্র্যাকটিসে গেলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হতো
- ৪ এবার অহিংস গণঅভ্যুত্থানের সংগঠক মাহবুবুল আলম গ্রেফতার
- ৫ সব ছাত্র সংগঠনের সঙ্গে বৈঠকে বসেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন