ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল : স্পিকার

প্রকাশিত: ১১:১১ এএম, ০৭ আগস্ট ২০১৬

জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সামাজিক ও মানবিক উন্নয়ন সূচকে যথেষ্ট অগ্রগতি হয়েছে। সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল।

রোববার ইউএনডিপির আবাসিক প্রতিনিধি পলিন টমেসিস স্পিকারের সংসদের কার্যালয়ে বিদায়ী সাক্ষাৎ করতে এলে তিনি একথা বলেন।  

স্পিকার বলেন, বাংলাদেশ এখন সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি) অর্জনে কাজ করছে। সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের সামর্থ্য বৃদ্ধি এবং জলবায়ুর বিরুপ প্রভাব মোকাবিলায়  ইউএনডিপির কাজ করার সুযোগ রয়েছে। স্পিকার এসময় দেশের উন্নয়ন ও অগ্রগতিতে ইউএনডিপির সাহায্য ও সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

স্পিকার বিদায়ী আবাসিক প্রতিনিধির ন্যায় নবাগত যে প্রতিনিধি দায়িত্ব নিবেন তার নিকটও অনুরুপ সহযোগিতার প্রত্যাশা করেন।

ইউএনডিপির আবাসিক প্রতিনিধি বলেন, ইউএনডিপি সুদূর অতীত থেকে বাংলাদেশের উন্নয়ন সহযোগী। নবাগত যে প্রতিনিধি দায়িত্ব নিবেন তিনিও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাবেন।

এইচএস/এএইচ/আরআইপি