অবরোধে পর্যটক শূন্য কুয়াকাটা
চলমান অবরোধ ও হরতালে পর্যটন নগরী সাগরকন্যা কুয়াকাটা এখন পর্যটক শূন্য হয়ে পড়েছে। শীতের ভরা মৌসুমে কুয়াকাটা পর্যটকে মুখরিত হবার কথা থাকলেও রাজনৈতিক অস্থিরতার কারণে হোটেল-মোটেল, রেস্ট্রুরেন্ট, ট্যুরিজম ট্রান্সপোর্টসহ বিভিন্ন স্তরের ব্যবসায়ীদের এখন বেহাল দশা। পর্যটননির্ভর ব্যবসায়ীরা এখন নির্বিকার ও হতাশায় দিন কাটাচ্ছেন।
অলস সময় কাটাচ্ছেন ক্ষুদে ব্যবসায়ীরা, ভূগছেন হতাশায়। পর্যটনমুখী ব্যবসায়ীরা ভরা পর্যটন মৌসুমের এই তিন মাসে তাদের লোকসান কাটিয়ে লাভের মুখ দেখবে এ আশায় অপেক্ষা করেন। কিন্তু দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতার কারণে কুয়াকাটা পর্যটন শিল্পে নামতে শুরু করেছে ধ্বস।
কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতালেব শরীফ জানান, বিগত বছরের এই সময়ে কুয়াকাটায় পর্যটকদের উপচে পরা ভিড় ছিল। হোটেল-মোটেলে কেনো সিট ফাঁকা থাকেনি। আর এ বছর এখনো তেমন কোনো পর্যটক নেই। হোটেলের সব রুম খালি পড়ে আছে।
কুয়াকাটা সি-ট্যুরিজমের পরিচালক জনি আলমগীর জানান, আমাদের এখানে ১৮টি ট্যুরিজম বোট রয়েছে এবং প্রত্যেকের ১৫-২০ জন স্টাফ আছে। ট্যুরিজম বোট মালিকরা তাদের ষ্টাফদের বেতন কীভাবে দেবে বর্তমানে তা নিয়ে দুঃশ্চিন্তায় আছে।
সরকার ও বিরোধীদলকে সমঝোতার ভিত্তিতে বর্তমান রাজনৈতিক সমস্যার সমাধানের অনুরোধ জানান তিনি।
বিএ
সর্বশেষ - জাতীয়
- ১ চীন সফর শেষে দেশে ফিরলেন বিমান বাহিনী প্রধান
- ২ প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের চার বছরের মেয়াদের কথা বলেননি
- ৩ করাইল বস্তিতে যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ ৯ মাদক কারবারি গ্রেফতার
- ৪ জলবায়ুর প্রভাব মোকাবিলায় ২০৩০ পর্যন্ত অপেক্ষা সম্ভব নয়: রিজওয়ানা হাসান
- ৫ চাকরি ফিরে পেলেন পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা