ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

দেশে বিষাক্ত রাজনীতি চলছে : এমাজউদ্দীন

প্রকাশিত: ১০:৩০ এএম, ১৬ জানুয়ারি ২০১৫

বাংলাদেশে এখন বিষাক্ত রাজনীতি চলছে। প্রত্যেক প্রতিষ্ঠান বিষাক্ত হচ্ছে। এভাবে চলতে থাকলে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সেন্টার ফর ন্যাশনালিজম স্টাডিজ আয়োজিত ‘ইমপিডিমেন্টস ইন নেশন বিল্ডিং অ্যান্ড দ্যা ওয়ে ফরওয়ার্ড’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও রাষ্ট্রবিজ্ঞানী এমাজউদ্দীন আহমদ এ কথা বলেন।

বিজিবি প্রধানের বক্তব্যের সমালোচনা করে এমাজউদ্দীন বলেন, বিজিবির গুলি করার অধিকার নেই। তাদের কাজ সীমান্ত পাহারা দেয়া। অপরাধীদের আটক করে শাস্তির বিধান করা তাদের কাজ। গুলি চালানোর ঘোষণা গ্রহণযোগ্য নয়।
 
একই সভায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা শওকত মাহমুদ বলেন, গুলি চালানোর ঘোষণা দিয়ে বিজিবি জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।

বিরোধী দলের নেতাকর্মীদের দেখলে পায়ে গুলি করার নির্দেশ দেয় যে সাংসদ, সংসদে তার স্থান হয় কীভাবে- এ প্রশ্ন করে তিনি বলেন, অনির্বাচিত সরকার গঠনের কারণেই তারা আজ সংসদ সদস্য হতে পেরেছে।

এমাজউদ্দিন বলেন, রাজনীতির দায়িত্ব সমস্যার সমাধান করা, সমস্যার সৃষ্টি করা নয়। আমরা দেশে গণতান্ত্রিক রাজনীতি চাই, যা ছিল মুক্তিযুদ্ধের চেতনা। আর দেশে মুক্তিযুদ্ধের চেতনা ফিরিয়ে আনতে হলে অবশ্যই বিরোধীদল ও সরকারকে একসঙ্গে বসে সংলাপ করতে হবে এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই এ রাজনৈতিক সঙ্কট থেকে দেশকে রক্ষা করা সম্ভব।

তিনি বলেন, সাগর-রুনিকে হত্যার মাধ্যমে এমন পরিস্থিতি তৈরি করেছে যাতে সাংবাদিকরা তাদের দায়িত্ব পালন করতে না পারে। তাই তাদের বিচার পর্যন্ত করছে না সরকার। পুলিশ গুলি করলে কোনো খবর হয় না। কিন্তু পুলিশকে মারলে মানবিক সংবাদ তৈরি হয়, এতেই বুঝতে হবে মিডিয়া তাদের জাতীয় দায়িত্ব পালন করছে না।

আয়োজক সংগঠনের সভাপতি ব্যারিস্টার ফাতেমা আনোয়ারের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য দেন রাষ্ট্রবিজ্ঞানী ড. দিলারা চৌধুরী, বাংলাদেশ ডেভেলপমেন্ট কনসালটেন্ট মাহবুবুর রহমান, আশারাফ আল দীন প্রমুখ।